টেস্টিং সুবিধায় বৈষম্য: ১২৮টি আরটি-পিসিআর মেশিনের ৮৯টি ঢাকায়
জনসংখ্যার হিসাবে বাংলাদেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে প্রতি লাখে চার হাজারের একটু বেশি। অথচ, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতি লাখে পরীক্ষা হয়েছে ৩০ হাজারের বেশি, নেপালে ১১ হাজারের বেশি এবং শ্রীলঙ্কায় প্রায় ১৯ হাজার। ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, লাখপ্রতি করোনার নমুনা পরীক্ষায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৭৪।
অন্যদিকে, দ্য ডেইলি স্টারের রিপোর্টার জায়মা ইসলামের প্রতিবেদনে উঠে এসেছে, ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে টেস্টিং সুবিধার চরম বৈষম্যের বিষয়টি। দেশের মোট ১২৮টি আরটি-পিসিআর মেশিনের মধ্যে ৮৯টি ঢাকায় এবং বাকি সাত বিভাগে আছে মাত্র ৩৯টি। মহামারির দেড় বছর পরেও পরীক্ষা নিয়ে কেন এই ঘাটতি?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে জামিল খানের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার জায়মা ইসলাম।