ট্রান্সজেন্ডার উদ্যোক্তা ময়ূরীর অভাবনীয় সাফল্য

By ইনসাইড বাংলাদেশ

আরিফা ইয়াসমিন ময়ূরী বয়স বাড়ার সঙ্গে সঙ্গে লিঙ্গ পরিচয় নিয়ে অস্বস্তিতে ভুগতে শুরু করেন। এমন অস্বস্তিতে পড়ে তার পরিবারও। বুঝতে পারেন বাহ্যিকভাবে পুরুষ হলেও আসলে তার ভেতরের জগতটা এক নারীর। আরিফা উপলব্ধি করেন তিনি ট্রান্সজেন্ডার মানুষ।

তারপর, তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে সমস্ত দ্বিধা সরিয়ে যখন নিজেকে প্রকাশ করতে চেষ্টা করলেন তখন মুখোমুখি হতে হলো পরিবার আর সমাজের অকল্পনীয় উপহাস আর বৈষম্যের।

কিন্তু, কোনো কিছুই থামাতে পারেনি ময়ূরীকে তার স্বপ্নের পিছনে ছুটতে।

আজকের ইনসাইড বাংলাদেশে থাকছে বাঁধা পেরিয়ে ময়ূরীর সফল উদ্যোক্তা হয়ে ওঠার গল্প।