ট্রান্সজেন্ডার শোভা চৌধুরীর কবিতার বই 'আমি শোভা বলছি'
নানা প্রতিকূলতা পেরিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে তার দ্বিতীয় বই 'আমি শোভা বলছি'। বলা হচ্ছে, তিনি বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার কবি। তবে বই প্রকাশ হলেও অমর একুশে গ্রন্থমেলায় স্টল পাননি কবি শোভা চৌধুরী।
তাই নিজেই বইমেলায় ঘুরে ঘুরে বইটি বিক্রি করেছেন শোভা। আর সেই ছবিটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
আজকের স্টার স্পেশালে থাকছে কবি শোভা চৌধুরীর সঙ্গে কথোপকথন।