ডিজিটাল নিরাপত্তা আইন কি রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের হাতিয়ার?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিকদের পাশাপাশি সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষের নেতাকর্মীদের। সরকার থেকে বারবার বলা হয়েছে, আইনটি করা হয়েছে সাইবার স্পেসে নাগরিকদের নিরাপত্তার জন্য। 

তবে, এই আইনের অধীনে করা মামলাগুলোর বিশ্লেষণ বলছে, নাগরিক সেবার বদলে ভিন্ন রাজনৈতিক মত এবং আদর্শের বিরুদ্ধেই ব্যবহার করা হচ্ছে আইনটি।

ডিজিটাল নিরাপত্তা আইন কি তাহলে শুধু সাইবার স্পেসে সমালোচনা, বিরোধী রাজনৈতিক মত এবং আদর্শ নিয়ন্ত্রণের জন্যই তৈরি করা হয়েছিল?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার এবং অপব্যবহার নিয়ে মোহাম্মদ আল-মাসুম মোল্লার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার জায়মা ইসলাম।