ডিজিটাল নিরাপত্তা আইন কীভাবে সুরক্ষা দিচ্ছে?
গণতান্ত্রিক দেশে 'তথ্য অধিকার ও বাক স্বাধীনতা' নাগরিদের সাংবিধানিক অধিকার। বর্তমান সরকার ২০১৮ সালে বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে। কিন্তু বিভিন্ন সময়ে এই আইনের অপব্যবহার করা হয়েছে বলে বেশ কিছু প্রতিবেদনে উঠে এসেছে। অনেক ক্ষেত্রে এই আইন নাগরিকের সুরক্ষা পাওয়ার অধিকারের সঙ্গে সাংঘর্ষিক বলে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১১ জুলাই থেকে ২০২১ সালের ১১ জুলাই পর্যন্ত এক বছরে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ৪৩৩ জন।
স্টার ক্রাইম ফাইলে আজ থাকছে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে হয়রানির অভিযোগ তোলা কয়েকজনের কথা।