ডিজেলের দাম বৃদ্ধির বোঝা শুধু জনগণই বয়ে বেড়াবে?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

ডিজেলের দাম এক লাফে লিটারে ১৫ টাকা বৃদ্ধি, ৩ দিন পরিবহণ ধর্মঘটে চরম জনদুর্ভোগ, আর্থিক ক্ষতি, আর অবশেষে জনগণের ওপর অতিরিক্ত ভাড়ার বোঝা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত।

সরকার ও পরিবহণ খাতের দর কষাকষির মাশুল আর কতবার দিতে হবে জনগণকে? সবকিছুর দাম এভাবে বাড়তে থাকলে মহামারির অর্থনৈতিক দুরবস্থায় বিপর্যস্ত জনগণ কী করবে?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে ডিজেলের দাম বৃদ্ধি ও গণপরিবহনের অতিরিক্ত ভাড়া নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক মোহাম্মদ আল-মাসুম মোল্লা।