ডিজেল-কেরোসিনের দাম বৃদ্ধি কতটা যৌক্তিক?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

সরকার ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়িয়েছে। এর সঙ্গে বেড়েছে এলপি গ্যাসের‌ দাম। অর্থনীতি সচল হওয়ার পর সাধারণ মানুষ যখন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল ঠিক সেই মুহূর্তে জ্বালানি তেলের বাড়ানো কতটা যৌক্তিক? কতটা প্রভাব পড়বে সাধারণ মানুষ এবং অর্থনীতির উপর?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে আজ আলোচনায় আছেন খন্দকার মো. শোয়েব এবং দ্য ডেইলি স্টারের বিজনেস এডিটর সোহেল পারভেজ।