ডুবে যাওয়া ফেরি শাহ আমানত উদ্ধারে আসছে না প্রত্যয়

By স্টার নিউজবাইটস

পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া রো রো ফেরি শাহ আমানত উদ্ধারে জাহাজ প্রত্যয় না আসায় উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমের সহায়তা নিচ্ছে বিআইডব্লিউটিএ। ফেরি উদ্ধারের আগে ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধার করা হবে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির চেয়ারম্যান।