ডেইলি স্টারে সংবাদ প্রকাশের পর কেটে দেওয়া হলো অবৈধ বাঁধ
সরকারি খালে বাঁধ দিয়ে চলছিল মাছ চাষ। ফলে বরগুনার আমতলী উপজেলার হলদিয়া গ্রামে পানিতে তলিয়ে গিয়েছিল হলদিয়া ও গুরুদল গ্রামের প্রায় ১০ হাজার একর কৃষিজমি। বৃষ্টির পানিতে বাড়ি-ঘর তলিয়ে ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার পরিবার। দ্য ডেইলি স্টারে সংবাদ প্রকাশের পর কেটে দেওয়া হলো সেই অবৈধ বাঁধ।
এই পুরো ঘটনার সার-সংক্ষেপ থাকছে আজকের স্টার নিউজ প্লাসে।