ঢাকাকেন্দ্রিক অর্থনীতির কারণে কমছে জিডিপি?

By নিউজ প্লাস

দেশের প্রায় ৮ শতাংশ চাকরিই ঢাকাকেন্দ্রিক। গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বৃহত্তর ঢাকায় দেশের ৪০ শতাংশ চাকরির সুযোগ।

রাজধানী ঢাকার জনসংখ্যার ঘনত্ব ও অর্থনৈতিক কর্মকাণ্ড জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। সার্বিকভাবে নগর উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করছে।

এই ক্ষতির পরিমাণ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬ থেকে ১০ শতাংশ।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের উন্নয়নবিষয়ক বার্ষিক সম্মেলনে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

দ্য ডেইলি স্টারে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে আজকের স্টার নিউজ প্লাস।