ঢাকার মঞ্চে প্রাচ্যনাটের ‘খোয়াবনামা’

By স্টার নিউজবাইটস

প্রখ্যাত ঔপন্যাসিক ও গল্পকার আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাস 'খোয়াবনামা' মঞ্চস্থ করল প্রাচ্যনাট। শওকত হোসেন সজীবের নাট্যরূপ এবং কাজী তৌফিকুল ইসলাম ইমনের নির্দেশনায় প্রাচ্যনাটের ৩৭তম এই প্রযোজনার পঞ্চম মঞ্চায়ন হয় গত ৮ নভেম্বর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার মূল মঞ্চে।