ঢাকায় টিকা কেন্দ্রে উপচে পড়া ভিড়, গণপরিবহন বাদে চলছে সবই

By স্টার নিউজবাইটস

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের মুখে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে মানুষের। ঢাকায় টিকা কেন্দ্রগুলোতে প্রতিদিন বহু মানুষ ভিড় করছেন। তবে টিকার লাইনেও সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে দেখা গেছে চিরাচরিত উদাসীনতা।

অন্যদিকে লকডাউনের মধ্যেই ঢাকা, মানিকগঞ্জ এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলাগুলোতে গণপরিবহন বাদে চলছে সব ধরনের যানবাহন।

দেখুন স্টার নিউজবাইটসে।