ঢাকায় বন্ধ হবে সিটিং সার্ভিস, ভাড়া কি কমবে?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

সাড়ে চার বছর আগে ঢাকার বাসগুলোতে তথাকথিত 'সিটিং সার্ভিস' এবং 'গেইট লক' পদ্ধতি বন্ধের ব্যর্থ চেষ্টা চালিয়েছিল বাস মালিক সমিতি। এবার, আবারো একই উদ্যোগ নিয়েছে সংগঠনটি। মালিক সমিতির দাবি আগামী তিন দিনের মধ্যে ঢাকায় সিটিং সার্ভিস এবং গেইট লক ব্যবস্থা পুরোপুরি বন্ধ করা হবে।

মূলত সিটিং সার্ভিস এবং গেইট লকের নামে অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী হয়রানি রোধে এমন সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি। কিন্তু তিন দিনের মধ্যে এই সিদ্ধান্তের বাস্তবায়ন কি আদৌ সম্ভব?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে ঢাকার বাসগুলোতে সিটিং সার্ভিস এবং গেইট লক ব্যবস্থা তুলে দেওয়া নিয়ে নাজিবা বাশারের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার তুহিন শুভ্র অধিকারী।