ঢাকা মেডিকেলে রোগীদের দেওয়া চাদর কতটা পরিষ্কার, স্বাস্থ্যকর?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

হাসপাতালের রোগীর বিছানার চাদর, চিকিৎসকের ব্যবহার্য কাপড়সহ যাবতীয় কাপড় পরিষ্কারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেই কোনো আধুনিক ব্যবস্থা। মাত্র ১০ জন কর্মী প্রচলিত হাতে ধোয়া পদ্ধতিতে পরিষ্কার করেন এসব কাপড়।

দেশের বৃহত্তম এই হাসপাতালের লন্ড্রি ব্যবস্থা কেন আধুনিকায়ন হলো না? অপরিচ্ছন্ন লন্ড্রিতে কতটা স্বাস্থ্যঝুঁকিতে রোগী, চিকিৎসক এবং এ কাজে নিয়োজিত কর্মীরা? একটি আধুনিক হাসপাতালের লন্ড্রি ব্যবস্থা কেমন হওয়া উচিত?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লন্ড্রি ব্যবস্থা নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টার রিপোর্টার শাহীন মোল্লা।