তামাক চাষ নিরুৎসাহিত করতে কলেজ শিক্ষকের প্রচেষ্টা
তামাক চাষ চলছিল বছরের পর বছর ধরে। কৃষকরা ভাবতেন, এরচেয়ে ভালো বুঝি আর কিছু হয় না। তামাক চাষ গিয়ে সর্দি, কাশি, পেটের পীড়া, এমনকি ক্যানসারে আক্রান্ত হলেও এসব যেন মেনে নিয়েছিলেন তারা নিয়তি হিসেবে।
এমন সময় সমন্বিত কৃষির নতুন ধারণা নিয়ে এলেন লালমনিরহাটের কলেজ শিক্ষক আবদুল্লাহ আল মামুন। দেখালেন সবজি ও ফলের চাষ করে বাড়তি আয় করা যায়। সুস্থ রাখা যায় চাষের জমি ও নিজের শরীর।
লালমনিরহাটের দুর্গাপুর ইউনিয়নের দৃশ্যমান সেই পরিবর্তন প্রচেষ্টার গল্প নিয়ে আজকের ইনসাইড বাংলাদেশ।