তামাক চাষে স্বাস্থ্যঝুঁকিতে কৃষক, উর্বরতা কমছে জমির

By স্টার নিউজবাইটস

যে দিকে চোখ যায়, সে দিকেই তামাক চাষ। লালমনিরহাটের গ্রামগুলোর দৃশ্য এমনই। তামাক চাষে একদিকে যেমন জমি হারাচ্ছে উর্বরতা, অন্যদিকে তামাক উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের কাজে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন কৃষক ও তার পরিবার।