তামাক চাষে স্বাস্থ্যঝুঁকিতে কৃষক, উর্বরতা কমছে জমির
যে দিকে চোখ যায়, সে দিকেই তামাক চাষ। লালমনিরহাটের গ্রামগুলোর দৃশ্য এমনই। তামাক চাষে একদিকে যেমন জমি হারাচ্ছে উর্বরতা, অন্যদিকে তামাক উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের কাজে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন কৃষক ও তার পরিবার।