দখলের পাহাড়ে মৃত্যুর সঙ্গে বাস, নির্বিকার প্রশাসন

By স্টার অন দ্য স্পট

প্রতি বছর পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটে চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। অথচ শুধুমাত্র বর্ষা এলেই প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বাসস্থান উচ্ছেদ অভিযান লক্ষ্য করা যায়। এরপর বাকি প্রায় ১০ মাস আবার তাদের কার্যক্রম আড়ালে চলে যায়। পাহাড় দখল করে গড়ে উঠতে থাকে নতুন নতুন বসতি।

দ্য ডেইলি স্টারের সাংবাদিক মিজানুর রহমান গেছেন ঘটনাস্থলে। সেখানকার বর্তমান অবস্থা ও তার অভিজ্ঞতা নিয়ে আজকের স্টার অন দ্য স্পট।