দখলে দূষণে বিপর্যস্ত সুন্দরীর সৌন্দর্য

By স্টার নিউজপ্লাস

খালের নাম সুন্দরী। যে প্রাণবন্ত খাল একসময় টাঙ্গাইলের অন্যতম প্রধান জলপথ ছিল, বর্তমানে তা দূষণ ও দখলে পরিণত হয়েছে রূপহীন, জীর্ণ ময়লার ভাগাড়ে। আশেপাশের বাজারের বর্জ্য খালে ফেলার কারণে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। সেই সাথে করটিয়া বাজার এলাকা দখলের কারণে সরু হয়ে গেছে খাল।

দখল আর দূষণে মৃত প্রায় টাঙ্গাইলের সুন্দরী খালের বর্তমান অবস্থা নিয়ে দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। স্টার নিউজ প্লাসে থাকছে প্রতিবেদনটির সার-সংক্ষেপ।