দখল-দূষণে হুমকির মুখে ভৈরব নদ
মরতে বসেছে খুলনার ভৈরব নদ। আশপাশের শিল্প, ব্যবসা আর বাণিজ্যিক প্রতিষ্ঠানের বর্জ্য প্রতিনিয়ত দূষিত করছে গুরুত্বপূর্ণ এই নদের পানি। প্রভাবশালীদের দখলদারিত্বের কারণে নদের তীরে গড়ে ওঠছে অবৈধ স্থাপনা। এ সবের বিপরীতে কোনো কার্যকর ব্যবস্থা দৃশ্যমান হচ্ছে না।
ভৈরব নদের এমন দুরবস্থা নিয়ে দ্য ডেইলি স্টারে প্রকাশিত হয়েছে অনুসন্ধানী প্রতিবেদন। তারই আলোকে আজকের স্টার নিউজ প্লাস।