দর্শনার্থীদের ভিড়-বিহীন চিড়িয়াখানায় নতুন প্রাণের আগমন

By স্টার নিউজ প্লাস

 

নতুন প্রাণের আগমনে মুখরিত মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। করোনার মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকার নির্জনতায় প্রাণের সঞ্চার হয়েছে সেখানকার শত শত প্রাণীর মধ্যে। ধুলোবালি ও কোলাহল মুক্ত পরিবেশে সন্তানসহ ঘুরে বেড়াচ্ছে দেশ-বিদেশের নানা জাতের পশু, নানা ঢঙ্গের পাখি।

মিরপুর চিড়িয়াখানার নতুন প্রজন্মের এই আগমন নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয় একটি প্রতিবেদন। স্টার নিউজ প্লাসে দেখুন মিরপুরে বাহারি পশু-পাখির সন্তানদের বিচরণ।