দাদন ব্যবসায়ীদের জালে সুন্দরবনের জেলেরা
আগে সুন্দরবনে জেলেদের ভয় ছিল ডাকাত। তারা সব লুটপাট করে নিয়ে যেত। তবে, সরকারের ইতিবাচক উদ্যোগের ফলে ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে ৩২টি দলের ৩২৮ জন ডাকাত আত্মসমর্পণ করেন। সুন্দরবন এলাকায় এখন আর ডাকাতের উপদ্রব খুব একটা নেই। তবে, তাতেও শান্তি ফেরেনি জেলেদের।
ডাকাতের কবল থেকে মুক্ত হলেও তারা আটকা পড়েছেন দাদন ব্যবসায়ীদের জালে। তাদের কাছ থেকে ঋণ না নিয়ে বনাঞ্চলে মাছ ধরার টিকিট পাচ্ছেন না জেলেরা।
জেলেদের নতুন এই দুর্দশা নিয়ে দ্য ডেইলি স্টারে প্রকাশিত হয়েছে একটি প্রতিবেদন। স্টার নিউজ প্লাসে দেখুন দাদন ব্যবসায়ী সিন্ডিকেটের ক্ষমতা আর মৎস্যজীবীদের অসহায়ত্বের কথা।