দাম না পাওয়ায় মিল্ক ভিটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন খামারিরা

By স্টার নিউজ প্লাস

দাম না পাওয়ায় দেশের একমাত্র সরকারি দুগ্ধ কারখানা মিল্ক ভিটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন খামারিরা। ফলে, মিল্ক ভিটা জোন ফরিদপুরের আরকান্দি গ্রামে গড়ে উঠেছে বেশকিছু অনুমোদনহীন দুগ্ধ কারখানা।

মিল্ক ভিটার সঙ্গে চুক্তিবদ্ধ সমিতির নেতারাই নিম্নমানের এসব কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে দুধ প্রক্রিয়াজাত করছেন। বিক্রি করছেন সারাদেশের প্রাইভেট কোম্পানিগুলোর কাছে। অন্যদিকে, মিল্ক ভিটার উৎপাদন কমে দাঁড়িয়েছে অর্ধেকে।

ফরিদপুরের আড়কান্দি গ্রামে মিল্ক ভিটা ও মাঠ পর্যায়ের খামারিদের মধ্যে ব্যবসার অবনতি এবং ফলস্বরূপ অবৈধ, অনিরাপদ কারখানা গড়ে ওঠা নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয় একটি প্রতিবেদন। স্টার নিউজ প্লাসে থাকছে প্রতিবেদনের সারসংক্ষেপ।