দীপাবলির আলোয় আলোকিত বরিশাল, খুলনায় ৩১ ফুট দীর্ঘ কালী প্রতিমা

By স্টার নিউজবাইটস

শ্যামা পূজা উপলক্ষে সাড়ে ৩১ ফুট দীর্ঘ কালী প্রতিমা তৈরি করা হয়েছে খুলনার রংপুর গ্রামে।

এদিকে গত বুধবার রাতে শ্মশান দীপাবলি উৎসবে বরিশাল মহাশ্মশানে প্রতিবছরের মতো ভূত চতুর্দশী তিথিতে প্রিয়জনের আত্মার শান্তি কামনায় মোমের আলো জ্বালিয়ে প্রার্থনা করেছেন স্বজনেরা।