দীর্ঘ লকডাউনের পর পূজার বাদ্য বানাতে ব্যস্ত কারিগররা

By ইনসাইড বাংলাদেশ

প্রায় দেড়শ বছর ধরে বংশ পরম্পরায় ঢোল, তবলাসহ নানা বাদ্যযন্ত্র তৈরির পেশায় নিয়োজিত আছে টাঙ্গাইলের বাবনাপাড়ার ২০-২৫টি কারিগর পরিবার।

তবে, করোনা মহামারি ও লকডাউনের কারণে ঢাকের চাহিদা কমে যাওয়ায় কষ্টে চলছিল তাদের দিন। লকডাউন শেষে আবার কাজ শুরু হয়েছে কারিগর পাড়ায়। ঢাক-ঢোল শারদীয় দুর্গাপূজার অন্যতম অনুষঙ্গ হওয়ায় পূজা সামনে রেখে নাওয়া খাওয়ার সময় নেই এখানকার কারিগরদের।
আজকের ইনসাইড বাংলাদেশে থাকছে বাবনাপাড়ার বাদ্যযন্ত্র তৈরির কারিগরদের গল্প।