দুঃসময়ের প্রতিষ্ঠাবার্ষিকী: বিএনপি কি ঘুরে দাঁড়াতে পারবে

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সব ধরনের রাজনৈতিক কার্যক্রমের বাইরে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৭ সাল থেকে লন্ডনে অবস্থান করছেন। ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দল এতো দীর্ঘসময় কখনো ক্ষমতার বাইরে থাকেনি।
এই পরিস্থিতি থেকে কীভাবে ঘুরে দাঁড়াবে দেশের অন্যতম বৃহত্তম এই রাজনৈতিক দল? বা আদৌ কি পারবে? সামনের দিনগুলো নিয়ে কী ভাবছে বিএনপি?স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে  পার্থ প্রতীম ভট্টাচার্য্যের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আল-মাসুম মোল্লা।