দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে হঠাৎ কেন চাকরিচ্যুত করা হলো?
সদ্য চাকরিচ্যুত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন ২০২১ সালের জুন মাসে বদলি হওয়ার আগে প্রায় সাড়ে ৩ বছর চট্টগ্রামের দুদক কার্যালয়ে কর্মরত ছিলেন।
চট্টগ্রামে রোহিঙ্গাদের অবৈধ জাতীয় পরিচয়পত্র-পাসপোর্ট তৈরি, চট্টগ্রাম মেডিকেল কলেজের সিন্ডিকেট, ভূমি অধিগ্রহণ নিয়ে কোটি টাকার অনিয়ম ও গ্যাসক্ষেত্রের দুর্নীতির মতো বেশকিছু অনুসন্ধান-অভিযোগের কেন্দ্রে ছিলেন শরীফ।
শরীফের দাবি তিনি তার কাজের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছেন।
তাহলে কেন তাকে হঠাৎ করেই চাকরিচ্যুত করা হলো? শরীফ উদ্দিন যাদের দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান করেছেন তাদেরই অভিযোগে দুদক এত দ্রুত পদক্ষেপ নিল কেন? অভিযোগগুলো গ্রহণযোগ্য নাকি প্রভাবশালীদের চাপে দমনের বদলে দুর্নীতিবাজদের রক্ষা করছে দুদক?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে দুদকের সাবেক কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার বিষয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক মোস্তফা ইউসুফ।