দেশের চাহিদা মিটিয়ে বিদেশে যায় যে গ্রামের ফুল
দেশে ফুলের রাজধানী হিসেবে খ্যাত যশোরের গদখালী। ঝিকরগাছা ও শার্শা উপজেলার গ্রামগুলোর রাস্তার ২ পাশে দিগন্ত বিস্তৃত জমিতে লাল, নীল, হলুদ, বেগুনি আর সাদা রঙের ফুলের সমাহার দেখে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে হয়।
ফুলের সুগন্ধ, মৌমাছির গুঞ্জন আর রঙিন প্রজাপতির ডানায় ভর করে এখানে আসে চিরন্তন সুন্দরের বার্তা। প্রতিদিনই গদখালী ও আশপাশের এলাকায় ফুলের রাজ্য দেখতে বিভিন্ন এলাকা থেকে বেড়াতে আসেন অসংখ্য মানুষ।
গদখালীর ফুলের রাজ্যের গল্প থাকছে ইনসাইড বাংলাদেশে।