দেশের সর্ববৃহৎ পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন সোমবার

By স্টার নিউজবাইটস

দেশের সর্ববৃহৎ পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল ২১ মার্চ। এর মাধ্যমে বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হতে যাচ্ছে। পটুয়াখালীর কলাপাড়ায় উপস্থিত থেকে ১৩২০ মেগাওয়াটের এই বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কলাপাড়ায় চলছে বিভিন্ন আয়োজন। তার মধ্যে অন্যতম আকর্ষণ নানা রঙের আলপনা দিয়ে সাজানো জেলেদের মাছ ধরার ২২০টি নৌকা।

আন্ধারমানিক নদীর মোহনায় একটি চারুকলা টিম নৌকাগুলোতে বিভিন্ন নকশা করেছেন। তাদের সহযোগিতা করেছেন স্থানীয় জেলেরা।

দেখুন স্টার নিউজবাইটসে