দেশে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি কি সমাপ্তির দিকে?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

কোভিড-১৯-এর দুই ডোজ টিকা নেওয়া আছে এবং যাদের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে এখন থেকে তাদের সবাই করোনার বুস্টার ডোজ পাবেন। অপেক্ষা করতে হবে না এসএমএস-এর জন্য। নির্দিষ্ট কিছু কাগজপত্র নিয়ে সরাসরি টিকাকেন্দ্রে গেলেই দেওয়া হবে বুস্টার ডোজ।

সেই সঙ্গে দেশব্যাপী চলছে বিশেষ টিকা কার্যক্রম। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী ৩১ মার্চের মধ্যে দেওয়া হবে ৩ কোটি ২৫ লাখ ডোজ টিকা।

বাংলাদেশের কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম কি এখন সমাপ্তির দিকে এগোচ্ছে? এই টিকা কার্যক্রমে বাংলাদেশ এখন পর্যন্ত কতটুকু সফল?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে বাংলাদেশে টিকা কার্যক্রমের বর্তমান অবস্থা নিয়ে মোহাম্মদ আল-মাসুম মোল্লার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার মওদুদ আহমেদ সুজন।