দেড় বছর পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল
দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর আবারও প্রাণ ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুলে দেওয়া হয়েছে আবাসিক হলগুলো। ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা।
যেসব শিক্ষার্থী অন্তত এক ডোজ টিকা নিয়েছেন, তাদের ৫ অক্টোবর থেকে হলে ওঠার অনুমতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দেড় বছর পর শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান দ্য ডেইলি স্টারের সাংবাদিক সিরাজুল ইসলাম রুবেল।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দীর্ঘদিন পর স্বাভাবিক পরিবেশ ফেরার বিষয়ে জানতে দেখুন স্টার অন দ্য স্পট।