দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ
সর্বনিম্ন কত টাকায় তিন বেলার খাবার জোটে? কত টাকায় শিক্ষা কিংবা চিকিৎসা? নিম্ন আয়ের মানুষেদের এই হিসাবগুলো কখনোই মেলে না সরকারি হিসাবের সঙ্গে। পণ্যের দাম বৃদ্ধি পেলে মূল্যস্ফীতিও বাড়ে। এটা অর্থনীতির হিসাব, কিন্তু আয়ের অভাবে যে দিনমজুর বাবা ঘরে ফেরে না, তার কাছে মূল্যস্ফীতি ক্ষুধার চাইতে বড় নয়। এর মধ্যেই নতুন করে আরেক দফা বাড়ল চালের দাম। তেল, চিনি, ডালের দাম আগেই বাড়তি। টিসিবির গাড়ির সামনে লম্বা লাইন, সেখানে লাইনে দাঁড়াচ্ছেন মধ্যবিত্ত পরিবারের মানুষও। কী করবে মধ্য ও নিম্ন আয়ের মানুষ?