দ. এশিয়া নিয়ে আনসার আল ইসলামের পরিকল্পনা কী?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

রোহিঙ্গাদের জঙ্গিবাদে ব্যবহার করা, নাস্তিক, ভিন্নমত এবং বিদেশি মিশনের ওপর হামলাসহ পুরো দক্ষিণ এশিয়াকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার মতো বড় পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশি জঙ্গি গোষ্ঠী আনসার আল ইসলাম।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের তথ্য অনুযায়ী, এ মুহূর্তে হামলার পরিকল্পনা না থাকলেও, ভারত-বাংলাদেশ সীমান্তে ঘাঁটি তৈরি করে নতুন জঙ্গি নিয়োগ এবং প্রশিক্ষণের পরিকল্পনা করছে জঙ্গি দলটি।

বাংলাদেশে জঙ্গি গোষ্ঠীগুলো এখন কতটা তৎপর? দেশে জঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে - আইন শৃঙ্খলা বাহিনীর এমন দাবি কতটা নির্ভরযোগ্য? আন্তর্জাতিক মদদপুষ্ট জঙ্গি কার্যক্রম নিয়ন্ত্রণে কি আমরা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছি?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে বাংলাদেশে জঙ্গি কার্যক্রমের বর্তমান পরিস্থিতি এবং তা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ জামিল খান।