ধরলা নদীর পাড় রক্ষা কাজে অনিয়মের অভিযোগ

By স্টার নিউজবাইটস

লালমনিরহাটে ধরলা নদীর ১০০ মিটার পাড় রক্ষার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ করা ঠিকাদার নদীর তীরে জমে থাকা বালুর স্তুপ অপসারণ না করেই বসাচ্ছে সিসি ব্লক। বিশেষজ্ঞদের আশঙ্কা, অপরিকল্পিতভাবে বসানো এই ব্লকগুলো বর্ষাকালে ভেসে গিয়ে আবার ভাঙন শুরু হতে পারে।

দেখুন স্টার নিউজবাইটসে