ধর্ম ব্যবসায়ীর জালে হাওয়া হলো ১৭ হাজার কোটি টাকা
গ্রামের মানুষদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে এহসান গ্রুপ। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে এহসান গ্রুপ। ভুক্তভোগীরা বলছেন, এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ধর্মের দোহাই দিয়ে আশ্বাস দিয়েছিলেন সুদমুক্ত ব্যবসায় বিনিয়োগ করলে পাওয়া যাবে কল্পনাতীত মুনাফা। তার হয়ে প্রচারণা চালানো হয়েছে ওয়াজ মাহফিলেও। এসব আশ্বাস আর প্রচারণায় এহসান গ্রুপের ফাঁদে পা দেয় পিরোজপুরের অসংখ্য মানুষ।
রাগীব আহসান এবং এহসান গ্রুপের ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ নিয়ে রিপোর্ট ছাপা হয় দ্য ডেইলি স্টারে। স্টার নিউজপ্লাসে দেখুন কীভাবে পিরোজপুরে প্রতারণা চালিয়েছিল এহসান গ্রুপ।