নতুন আইনে কি অনলাইনে সরকারের নজরদারি আরও বাড়বে?
ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য একটি নতুন আইনের খসড়া তৈরি করেছে সরকার। বলা হচ্ছে, আইনটি ইউরোপীয় ইউনিয়নের আদলে তৈরি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই আইনে এমন কিছু অংশ আছে এবং এমন কিছু ক্ষেত্রে অস্পষ্টতা রাখা হয়েছে যাতে এর অপব্যবহারের সুযোগ থাকছে। এর ফলে ক্ষুণ্ণ হতে পারে আইনের চোখে সমতার মৌলিক অধিকার।
কী আছে নতুন এই আইনের খসড়ায়? ডিজিটাল নিরাপত্তা আইনের মতো এই আইনও কি খবরদারির অস্ত্র হওয়ার অভিযোগে কলুষিত হতে পারে?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে ফারহানা আহমেদের সঙ্গে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন এবং তাতে আসলেই ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা নাকি ক্ষুণ্ণ হবে তা নিয়ে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক জায়মা ইসলাম।