নদী দখলদারদের সঙ্গে বিআইডব্লিটিএর কোটি টাকার চুক্তি
থ্রি এ্যঙ্গেল মেরিন লিমিটেডকে মুন্সিগঞ্জের সবচেয়ে বড় নদী দখলদার হিসেবে আখ্যায়িত করেছেন জেলা প্রশাসক ও জাতীয় নদী রক্ষা কমিশন। কিন্তু নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে থাকা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই দখলদারদের সঙ্গেই করেছে সরকারি জাহাজ তৈরি এবং মেরামতের চুক্তি। থ্রি এ্যঙ্গেল মেরিন লিমিটেড কৃষিজমি এবং নদী ভরাট করে বানিয়েছে শিপ-বিল্ডিং ইয়ার্ড এবং হাঁসের খামার। প্রতিবাদ করতে গিয়ে হত্যার হুমকি পেয়েছেন উপজেলা চেয়ারম্যান, মারধরের শিকার হচ্ছেন স্থানীয় অনেক কৃষক - যারা এই জমির প্রকৃত মালিক।
মেঘনা এবং ফুলদী নদী দখল করে থ্রি এ্যঙ্গেল মেরিন লিমিটেডের জাহাজ তৈরির কারখানা নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছে একটি প্রতিবেদন। স্টার নিউজ+ এ দেখুন নদী দখল এবং ভুক্তভোগী কৃষকের হতাশার চিত্র।