নদী দূষণে পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন জেলেরা

By স্টার নিউজবাইটস

বংশী, তুরাগ, ধলেশ্বরী নদীতে একসময় গাঙ্গেয় ডলফিনসহ অসংখ্য জলজ প্রাণী দেখা যেত। নদীপাড়ের মানুষ জীবিকা নির্বাহ করতেন মাছ ধরে ও নৌকা চালিয়ে। অথচ, এখন দেখে বোঝার উপায় নেই একসময় এসব নদীতে ছিল স্বচ্ছ পানির স্রোত।

এখন প্রায় নদীর পানির বিষক্রিয়ায় গাঙ্গেয় ডলফিনের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। একই অবস্থা সাভারের ১৮টি খালের। এখানকার একটি খালও রক্ষা পায়নি কল-কলকারখানার বর্জ্যে সৃষ্ট দূষণ থেকে।