নদী রক্ষায় হাইকোর্টের নতুন নির্দেশনায় কী আছে?
নদীমাতৃক বাংলাদেশ। ভৌগলিকভাবে নদী দিয়েই যে দেশের পরিচয়, সেই নদ-নদী এখন চরম হুমকির মুখে। নদীগুলো হয় দুষিত হয়ে ময়লার ভাগাড়ে পরিনত হচ্ছে, না হয় পাড় দখলের কারণে হয়ে যাচ্ছে সংকুচিত। আবার শুষ্ক মৌসুমে কোথাও কোথাও দেখে বোঝাই যায় না এখানে কোনো নদীর অস্তিত্ব ছিল।
দেশের সব নদ-নদীর একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে এবং নদীগুলোকে কীভাবে দখলদারদের হাত থেকে রক্ষা করা হবে সে বিষয়ে একটি কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে দেশের নদী নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ তালিকা ও কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ নিয়ে নাজিবা বাশারের সঙ্গে আছেন দ্য ডেইলি স্টারের চিফ রিপোর্টার পিনাকী রায়।