নদী রক্ষায় হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে না কেন?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

নদ-নদী রক্ষায় হাইকোর্টের নির্দেশনা ছিল দেশের সব নদ-নদীকে জীবন্ত সত্তা হিসেবে গণ্য করতে হবে। কিন্তু দূষণ-দখল বন্ধ তো হচ্ছেই না, বাড়ছে দিন দিন। আর হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি নদী ভরাট করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের মতো সরকারি প্রতিষ্ঠান, তখন নদী রক্ষায় আমাদের আন্তরিকতার ঘাটতিই সামনে চলে আসে।

নদী দখল-দূষণের দায়ে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার আইন থাকলেও, এখন পর্যন্ত এই আইনের প্রয়োগ হয়নি। কিন্তু কেন?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে দূষণ, দখলে পর্যুদস্ত নদী এবং জলাশয় নিয়ে কথা বলতে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের চিফ রিপোর্টার পিনাকী রায়।