নদী রক্ষা কমিশন জানে দখলদার কে, জেলা প্রশাসন জানে না!
মুন্সিগঞ্জ জেলা প্রশাসন ২০১৯ সালে নদী দখলদারদের তালিকায় এক নম্বরে রেখেছিল থ্রি এঙ্গেল মেরিন লিমিটেডকে। উল্লেখ করা হয়েছিল, তাদের জাহাজ তৈরি ও মেরামত কোম্পানি মেঘনা ও ফুলদি নদী এবং নদী সংলগ্ন ৪ দশমিক ৩১ একর জমি দখল করেছে।
২ বছর পর একই জেলা প্রশাসনের প্রতিবেদনে বলা হয়েছে, সেই প্রতিষ্ঠান কোনো নদী দখলই করেনি।
এর আগে বিআইডব্লিউটিএ এবং জাতীয় নদী রক্ষা কমিশনও তাদের নদী দখলদার হিসেবে উল্লেখ করেছিল।
তাহলে এখন জেলা প্রশাসন সম্পূর্ণ ভিন্ন তথ্য কীভাবে পাচ্ছে? মুন্সিগঞ্জ জেলা প্রশাসন এবং জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্যের মধ্যে এত অমিল কীভাবে?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে মেঘনা নদী এবং ফুলদি নদী দখল এবং তা নিয়ে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের অবস্থান নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের চিফ রিপোর্টার পিনাকী রায়।