নারী কৃষকের সংরক্ষণের দেশীয় বীজের মেলা

By ইনসাইড বাংলাদেশ

মেলার কথা শুনলেই সাধারণত যে চিত্র চোখে ভাসে এই মেলা তার চেয়ে ভিন্ন। মাটির সরা, টেপা পুতুল কিংবা মিষ্টির পসরা নয়, খুলনার বটিয়াঘাটার গঙ্গারামপুর ইউনিয়নের এই ভিন্নধর্মী মেলায় ছিল নানা ধরনের ফসলের বীজ। 

গত ১০ বছর ধরে এই বীজের মেলার আয়োজন করা হচ্ছে। যেখানে সবগুলো দোকানেই বীজের পসরা সাজিয়ে বসেন নারীরা। স্থানীয় বেসরকারি সংস্থা 'লোকজ' নারী কৃষকের সংগঠিত করতে ভিন্নধর্মী এই মেলার আয়োজন করে।

নারী কৃষকের সংরক্ষণ করা বীজ নিয়ে আজকের ইনসাইড বাংলাদেশ।