নারী ফুটবলারদের এ অর্জন কি আমরা ধরে রাখতে পারব?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

খেলার মাঠে ২০২১ সাল ছিল বাংলাদেশের জন্য হতাশার। তবে বছরের শেষে এসে মেয়েদের হাত ধরে এলো বড় সাফল্য। সাফ অনুর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে সবচেয়ে বড় পুরস্কার। 
 
তবে এজ-গ্রুপ লেভেলে মেয়েদের এই সাফল্য কি সিনিয়র লেভেলেও পুনরাবৃত্তি ঘটানো সম্ভব? আর্থিক ও সামাজিক দিক দিয়ে এখনো অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও মেয়েদের জন্য কি আদৌ কোনো পরিকল্পনা আছে বাফুফের? 
 
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে বাংলাদেশের নারী ফুটবলের অর্জন এবং ভবিষ্যৎ নিয়ে মাজহার উদ্দিনের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের ডেপুটি এডিটর আতিক আনাম।