নির্দেশনা অমান্য করে সওজের কুহেলিয়া নদী ভরাট
কক্সবাজারের কুহেলিয়া নদী ভরাট করে রাস্তা বানাচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তর। কুহেলিয়া নদী ভরাট না করতে প্রধানমন্ত্রী দপ্তর এবং ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা সত্ত্বেও সরকারি সংস্থাটি ইতোমধ্যেই ১৩ কিলোমিটার নদীর ২ কিলোমিটার জুড়ে প্রায় অর্ধেক নদীই ভরাট করে ফেলেছে। নদীর অন্তত ২৬ একর জমিতে এখন রাস্তার কাজ চলছে। অন্যদিকে কক্সবাজার জেলা প্রশাসন নদী ভরাটের আবেদনে মহেশখালী উপজেলার এই একমাত্র নদীর জমিকে উল্লেখ করেছে পুকুর বা ডোবা হিসেবে।
নদী ভরাট না করার নির্দেশনার পরও সড়ক ও জনপথ অধিদপ্তর কীভাবে নদী ভরাট করল? উপজেলার একমাত্র নদী এভাবে ধ্বংস করার ফলে ওই অঞ্চলে পরিবেশগত কী প্রভাব পড়ছে? নদী ভরাট না করে কি সড়ক নির্মাণ সম্ভব ছিল না? স্থানীয় নদী-রক্ষা কমিটি কী করছে এ বিষয়ে?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে কুহেলিয়া নদী ভরাট করা নিয়ে নাজিবা বাশারের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক মোস্তফা ইউসুফ।