নির্ধারিত সময়ে কেন প্রকল্প শেষ করতে পারছে না সওজ?
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) জানিয়েছে চলতি অর্থবছরে তাদের ৪৪টি প্রকল্প শেষ হবে। কিন্তু তার মধ্যে ৪১টিই শেষ হওয়ার কথা ছিল অনেক আগেই। নির্ধারিত সময়সীমা পার করে অবশেষে প্রকল্পগুলো এসে ঠেকেছে ২০২২-২৩ অর্থবছরে। সেইসঙ্গে অধিকাংশ প্রকল্পের বেড়েছে ব্যয়।
এই ৪৪টি প্রকল্পের প্রায় সবগুলোতেই কেন সড়ক ও জনপথ অধিদপ্তর সময় মতো কাজ শেষ করতে পারেনি এই নিয়ে স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে মোহাম্মদ আল-মাসুম মোল্লার সঙ্গে আলোচনা করেছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার তুহিন শুভ্র অধিকারী।