নির্বিচারে গাছ কাটছে সিলেট সিটি করপোরেশন!
উন্নয়নের নামে নির্বিচারে গাছ কাটছে সিলেট সিটি করপোরেশন। তবে নিয়ম অনুযায়ী নেওয়া হয়নি বন বিভাগের কোনো ছাড়পত্র।
সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২১ সালের মে মাস পর্যন্ত ২৬৩টি গাছ কাটার কথা বলা হয়েছিল। কিন্তু গত ১৮ মে দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে, সেখানে কাটা হয়েছে ৮৭৩টি গাছ।
উন্নয়নের নামে সিটি করপোরেশনের গাছ কাটা নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয়। কিন্তু আবারও শাহজালাল উপশহর এলাকার বিভিন্ন ব্লকে রাস্তা সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ প্রকল্পের জন্য অন্তত ২০০ গাছ কাটার অভিযোগ উঠেছে সিলেট সিটি করপোরেশেন ও স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে।
সিটি করপোরেশন কেন বার বার নির্বিচারে গাছ কাটছে সে বিষয়ে দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। স্টার নিউজ+ এ থাকছে প্রতিবেদনটির সারসংক্ষেপ।