নোলানের ব্যাটম্যানকে টপকাতে পেরেছেন রবার্ট প্যাটিনসন?

By স্টার মুভি রিভিউ

আমেরিকান সুপারহিরো চলচ্চিত্র 'দ্য ব্যাটম্যান' গত ২৩ ফেব্রুয়ারি লন্ডনে প্রিমিয়ারের পর ৪ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

ডিসি কমিকস চরিত্র ব্যাটম্যানের ওপর ভিত্তি করে তৈরি চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ডিসি ফিল্মস, সিক্সথ অ্যান্ড আইডাহো ও ডিলান ক্লার্ক প্রোডাকশন্স; পরিবেশন করেছে ওয়ার্নার ব্রস।

'দ্য ব্যাটম্যান' পরিচালনা করেছেন ম্যাট রিভস। এতে ব্রুস ওয়েন বা ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন।

অভিনয়, চিত্রগ্রহণ, নির্দেশনা, ভিজ্যুয়াল স্টাইল, অ্যাকশন সিকোয়েন্স ও গল্পের গাঁথুনি কেমন? সিনেমার দৈর্ঘ্য বেশি, তাতে কি দর্শক বিরক্ত হবেন?

স্টার মুভি রিভিউ-এ এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন সৈয়দ নাজমুস সাকিব।