নৌকায় ১৪ বছর সংসারের পর নিজের ঘরে গোলাপী বেগম
গত ১৪ বছর গোলাপী বেগম বসবাস করেছেন ছোট্ট একটি নৌকায়। এখন তার বয়স ৮৫ বছর। কখনো ভাবেননি আবার নিজের ঘর হবে। জীবনের শেষ সময়টুকু নদীতে ভেসে ভেসে কাটানোকে নিয়তি ধরে নিয়েছিলেন। এখন পাকা বাড়িতে নিজের সংসার গোলাপী বেগমের।
গোলাপী বেগমের স্বপ্নপূরণের গল্প দেখুন স্টার নিউজবাইটসে।