ন্যাজাল ভ্যাকসিন বদলে দিতে পারে করোনা টিকার ধারণা
শুধু নিঃশ্বাসের সঙ্গে একবার টেনে নিলেই কোভিড-১৯ এর প্রায় সকল ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষিত রাখবে–এমনই আশা দেখাচ্ছে সুইডেনে উদ্ভাবিত ন্যাজাল ভ্যাকসিন। অনুমোদন পেলে এই ওষুধের পরীক্ষা চালানো হবে বাংলাদেশে।
এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয় দ্য ডেইলি স্টারে। স্টার নিউজ+ এ দেখুন কিভাবে এই ভ্যাকসিন বদলে দিতে পারে করোনা টিকার দুনিয়া।