পরিস্থিতি যখন ভয়াবহ, বিধিনিষেধ শিথিল কতটা যৌক্তিক
নিয়ন্ত্রণে আসেনি করোনা সংক্রমণের হার। অথচ ১১ আগস্ট থেকে চলাচলে বিধিনিষেধ শিথিলের ঘোষণা দিয়েছে সরকার। যেখানে কিছুদিন আগেই স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, সংক্রমণ বাড়তে থাকলে জীবন বাঁচানোর মতো স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে না, সেখানে ঠিক কী কারণে বিধিনিষেধ তুলে দেওয়ার এই আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
নতুন যেসব নির্দেশনার কথা জানা যাচ্ছে তা করোনা মোকাবেলায় আদৌ কি কার্যকর বা সফল হবে?
করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতির মধ্যে চলাচলের বিধিনিষেধ তুলে দেওয়ার যৌক্তিকতা এবং সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনায় দেবযানী শ্যামার সঙ্গে আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মাসুম আল মোল্লা, দেখুন স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে।