পানির দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়াতে চায় ওয়াসা!
ঢাকায় সরবরাহ করা পানির দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর অনুমোদন চেয়েছে ওয়াসা। বর্তমান নিয়ম অনুযায়ী, পানির দাম বছরে সর্বোচ্চ ৫ শতাংশ বাড়ানো যাবে।
করোনা মহামারির মধ্যে ওয়াসা ২ বার এবং গত ১৩ বছরে ১৫ বার পানির দাম বাড়িয়েছে।
একদিকে লাগামহীন নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার, অন্যদিকে পানির মূল্যবৃদ্ধির এই প্রস্তাব। বিষয়টি সাধারণ মানুষকে কতটা ভোগাবে সেটা কি ওয়াসার বিবেচনায় আছে? আর বারবার দাম বাড়িয়েও কি সঠিক সেবা দিতে পারছে প্রতিষ্ঠানটি?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে পানির মূল্যবৃদ্ধি নিয়ে ফারহানা আহমেদের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক হেলিমুল আলম।